চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার গুইবিল সীমান্তে রুপন মিয়া (৩৬)কে ৬ কেজি গাঁজা ও ৯৩ পিচ ইয়াবাসহ আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি।সে গাজিপুর ইউনিয়নের উছমানপুর মানিকভান্ডার গ্রামের নুর হোসেনের পুত্র।
(১৭ জুন) রাত ১০ টার সময় উপজেলার মাদকস্পর্ট খ্যাত গুইবিল সীমান্তের ১৯৬৯ পিলার থেকে ১৫০ গজের মধ্যে মাদক পাচারের সময় তাকে আটক করে।
বিজিবি’র গুইবিল সীমান্ত ফাঁড়ির সুবেদার সেলিম আহমদ জানান,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন রুপন গরু পাচার করছেন।খবর পেয়ে টহল বাহীনি নিয়ে ধাওয়া করলে রুপন কে আটক করেন।পরে তার কাছে ৬ কেজি গাঁজা ও ৯৩ পিচ ইয়াবা উদ্ধার করেন।
রাতেই রুপন কে মাদক আইনে মামলা দিয়ে চুনারুঘাট থানায় প্রেরণ করা হয়েছে।
এদিকে আটক রুপনের পরিবার দাবী করে বিজিবি তাকে গরু পারাপারের কথা বলে ফোন করে নিয়ে মাদক দিয়ে গ্রেফতার দেখিয়েছে।