আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ বিড়ি ও মেয়াদ উর্ত্তীন বিভিন্ন মালামাল বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন) রাত পৌনে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ জুন) রাত পৌনে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশের সহযোগিতায় উপজেলার ইমামবাড়ি বাজারে অভিযান পরিচালনা করে ওই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৩৭ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে।