বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় কর্তৃক প্রণীত “দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী ২০১৯” যথাযথ বাস্তবায়ন ও অবহিতকরনের লক্ষ্যে বানিয়াচং উপজেলার“দূর্যোগ আদেশাবলী ২০১৯” অবহিতকরণ দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালাটি অনুষ্টিত হয়েছে।
১৭ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষন কর্মশালাটি অনুষ্টিত হয়।
প্রশিক্ষন কর্মশালায় প্রধান আলোচক হিসেবে ভার্চুয়ালি যোগদান করেন দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের উপসচিব মুনিরা সুলতানা।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র সভাপতিত্বে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা আলতাফ হোসেন, সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি।
অনুষ্টান সমন্বয় করেন উপজেলা দূর্যোগ ও ত্রান কর্মকর্তা মলয় কুমার দাশ।
এ সময় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক,ওয়ারিশ উদ্দিন খান,প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান, এরশাদ আলী,মৌঃ হাবিবুর রহমান,আব্দুল কদ্দুছ শামীম।
উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা শেখ নমির আলী,ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,অধ্যক্ষ স্বপন কুমার দাশ,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামূল হক,উপজেলা ফায়ার ষ্টেশন ইনচার্জ শেখ সৈয়দ,মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম,পল্লীবিদ্যুৎ ডিজিএম মোঃ মামুন মোল্লা,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাফর ইকবাল,সমবায় কর্মকর্তা সৈয়দ হোসেন,ইমাম সমিতির সভাপতি মুফতি আতাউর রহমান,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-আধিবাসী ঐক্য পরিষদের সভাপতি বিপুল ভূষন রায় প্রমূখ।
কর্মশালাটিতে ইউনিয়ন চেয়ারম্যান,উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগন, শিক্ষক,ফায়ার সার্ভিসের সদস্যগন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।