আব্দুর রাজ্জাক রাজুঃ জেলার চুনারুঘাটে ধর্ষনের অভিযোগে শফিকুল ইসলাম (২৫) কে আটক করেছে পুলিশ।সে দিঘিরপাড় গ্রামের আঃ গফুর মিয়ার ছেলে।
(১৬ জুন) বুধবার ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে উপজেলার জাজারুলিয়া থেকে আটক করে।
জানাযায়, ১৫ জুন দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের দিঘিরপাড় গ্রাম থেকে ভিকটিম কে জারুলিয়া গ্রামের আমিরুল মিয়ার বাড়িতে (২০) কে আসামি শফিকুল ইসলাম অপহরণ করে নিয়ে যায়।সেখানে আমিরুলের সহযোগিতায় শফিকুল ইসলাম তাকে ধর্ষন করে।
ভিকটিম মেয়েটির সাথে শফিকুল ইসলামের প্রেমের সম্পর্ক চলছিল।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আশরাফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভিকটিম মেয়েটির অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক অভিযুক্ত শফিকুুল ইসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি,তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে আদালতে প্রেরণ করা হবে।
ভিকটিমের স্বাস্থ্য পরিক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।