চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার ২ নং আহম্মাদাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নালুয়া চা বাগানের ফুটবল মাঠের সামনে এক যুবকের ঝুলন্ত লাশ পাওয়া যায়।
(১৭ জুন) বৃহস্পতিবার সকালে চা শ্রমিকরা যুবকের লাশ গাছের উপর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় মেম্বারকে জানায়।এর মধ্য বাগানের চা শ্রমিকরা সেখানে ভিড় করতে থাকে। চুনারুঘাট থানার এসআই জাহাঙ্গীর আলম এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠান।
আত্মহত্যা কারী যুবকের নাম অভিলাশ মুন্ডা (২৫)সে নালুয়া চা বাগানের ধরমনাথ অনিল মুন্ডার একমাত্র সন্তান।
আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি তবে পুলিশ বলছে তদন্তের মাধ্যমে অচিরেই তা বের করা হবে।