ডেস্ক : বিয়ের দাবিতে বুধবার রাত থেকে প্রেমিক সুজন বৈদ্য শান্তর বাড়িতে অনশনে বসেছেন প্রেমিকা পোষণ বেপারী (১৯)। কারণ, তার প্রেমিকের সঙ্গে আজ বৃহস্পতিবার অন্য এক পাত্রীর বিয়ে হচ্ছে- এমন খবরেই প্রেমিকার এই অনড় অবস্থান।
শরীয়তপুর সদর উপজেলার চরমধ্যপাড়া গ্রামের সনাতন বৈদ্যর বাড়িতে এই নিয়ে এখন সরগরম অবস্থা। খবর শুনে এই বাড়িতে ভিড় জমাচ্ছে আশপাশের কৌতূহলী মানুষজন। ঘটনায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ।
অনশনকারী মেয়েটির পরিবার সূত্রে জানা যায়, পোষণ বেপারী ডামুড্যা উপজেলার পৈতকাঠি গ্রামের সুশান্ত বেপারীর মেয়ে। তিনি শরীয়তপুর সরকারি কলেজের অনার্সের প্রথম বর্ষের ছাত্রী। পোষণ বেপারীর সঙ্গে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের চরমধ্যপাড়া গ্রামের সনাতন বৈদ্যর ছেলে সুজন বৈদ্য শান্তর প্রায় দুই বছর যাবৎ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এই প্রেমের ঘটনা উভয় পরিবারে জানাজানি হলে ছেলের পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি। ফলে বছর খানেক আগে পোষণ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে উভয় পক্ষের সম্মতিতে ছেলেপক্ষ থেকে বিয়ের আশীর্বাদ ও স্বর্ণবস্ত্র প্রদান করা হয়। কিন্তু ছেলের বাবা মেয়ের বাবা সুশান্ত বেপারীর কাছে ৩ লাখ টাকা বিয়ের খরচ হিসেবে দাবি করেন। সুশান্ত বেপারী এতে অপারগতা প্রকাশ করায় বিয়ে ভেঙে দিয়ে স্বর্ণবস্ত্র ফিরত নিয়ে আসে ছেলের পরিবার। বিয়ে ভেঙে যাওয়ার পরও ছেলে ও মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক বজায় থাকে।
এ অবস্থায় নড়িয়া উপজেলার কাঞ্চনপাড়া গ্রামের বাবুল মন্ডলের মেয়ে সুবর্ণা মন্ডলের সঙ্গে সনাতন সুজন বৈদ্য শান্তর ১৪ মে বৃহস্পতিবার বিবাহের দিন ধার্য করা হয়। বিয়ের খবর জানতে পেরে বুধবার রাত থেকে প্রেমিক সুজন বৈদ্য শান্তর বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন করছেন প্রেমিকা পোষণ।
পোষণের দাবি, ‘প্রায় দুই বছর আমাদের প্রেমের সম্পর্ক। আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। আমাদের বিয়েও ঠিক হয়েছিল। এখন আমাকে বিয়ে না করে আমার সঙ্গে প্রতারণা করে অন্য মেয়েকে বিয়ে করছে। এ বিয়ে হলে আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না আমার।’
পোষণের বাবা বলেন, ‘উভয় পক্ষের সম্মতিতে বিয়ের আশীর্বাদ ও স্বর্ণবস্ত্র দিয়ে যাওয়ার পরে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে ছেলের বাবা। দিতে না পারায় ছেলের পরিবার বিয়ে ভেঙে দেয়। এর পরও ছেলে সুজন বৈদ্য আমার মেয়ের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ রেখেছে। ’
ছেলের বাবা বলেন, ‘বিয়ের খরচের জন্য মেয়ের পরিবারের পক্ষ থেকে আড়াই লাখ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তী সময়ে তারা বিয়ে না দিয়ে আমাদের স্বর্ণবস্ত্র ফিরিয়ে দেয়। তাই আমার ছেলেকে অন্যত্র বিয়ে দিচ্ছি। ’
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, ‘বিষয়টি বিস্তারিত জেনে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’ শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার (এসপি) সদর সার্কেল তানভীর হায়দার বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’