নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদের ২০২১-২০২২ অর্থবছরের ৪ কোটি ৫৬ লাখ ৯৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৪ জুন) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অধিবেশনে এ বাজেট ঘোষণা করা হয়।চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশের সভাপতিত্বে উক্ত বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর।
উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদাল, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, চুনারুঘাট পৌরসভার মেয়র মোহাম্মদ সাইফুল আলম, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো. আলী আশরাফ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, চৌধুরী সামসুন্নাহার, শাসসুজ্জামান শামিম, রজব আলী, কাউসার বাহার, ফজলুর রহমান তরফদার সবুজ, আব্দুর রশিদ, রমিজ উদ্দিনসহ উপজেলার সকল বিভাগীয় প্রধান ও সাংবাদিকবৃন্দ।