চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট ৯নং রাণীগাঁও ইউনিয়নের কালেঙ্গা ছনবাড়ী, ডেবড়াবাড়ী, হরিণমারা, নাছিমাবাদ, মঙ্গোলীয়া টিলাসহ পাহাড়ি আদিবাসী গোষ্ঠীদের দাবি দাওয়া পূরণের আশ্বাস দিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। রবিবার দুপুরে আদিবাসী গোষ্ঠীর লোকজন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলতে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্করের কাছে আসেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মাহবুব আলী এমপির সাথে কথা বলে তাদের সব দাবি দাওয়া পূরণের আশ্বস্ত করেন।
এতে উপস্থিত ছিলেন -২নং আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ আসনাত চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন প্রমূখ।