নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে আন্তঃজেলা ডাকাত সর্দার সেলিম মিয়া ওরপে লিলুকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্রে জানা যায়, নবীগঞ্জ তথা হবিগঞ্জ জেলার দূর্ধর্ষ ডাকাত প্রায় ডজন খানেক ডাকাতি মামলার আসামী সেলিম মিয়া ওরেপ লিলুকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাত লুলু মিয়া নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের মৃত ছান্দ উল্লাহর ছেলে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ডাকাত লুলু মিয়ার বিরুদ্ধে প্রায় ডজন খানেক মামলা রয়েছে। হবিগঞ্জ জেলার ৭টি থানায় মামলাগুলো রয়েছে । এ ছাড়া ডাকাতি মামলার ওয়ারেন্টও রয়েছে তার বিরুদ্ধে।