এয়ারটেল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বাজারে এলো টাকার সমমূল্যের আজীবন মেয়াদের ইন্টারনেট প্যাক’
ডেস্ক : বাংলাদেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড তাদের গ্রাহকদের জন্য ‘আজীবন ইন্টারনেট’ নামের নতুন আকর্ষনীয় ইন্টারনেট প্যাক চালু করেছে। বাংলাদেশের টেলিকম সেক্টরে এই ধরণের অফার এই প্রথম।
এই অফারের আওতায় ২৫ টাকায় ২৫ মেগাবাইট এবং ৪০ টাকায় ৪০ মেগাবাইট ইন্টারনেটে থাকছে আজীবন মেয়াদ। এয়ারটেলের যে সকল গ্রাহক যেকোন সময়ে ঝামেলামুক্ত ইন্টারনেট ব্যবহার করতে চান, তাদের জন্য এয়ারটেল নিয়ে এসেছে এই অফারটি। মেয়াদের ঝামেলামুক্ত এই অফারটি গ্রাহকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে বলে আশা করা যাচ্ছে।
যে সমস্ত গ্রাহকদের কদাচিৎ ইন্টারনেট ব্যবহার করতে হয় এবং যারা মেয়াদসহ প্যাক কিনতে চাননা, এই প্যাকগুলো সে সকল গ্রাহকদের বিশেষভাবে আকৃষ্ট করবে। এই প্যাকগুলোর মাধ্যমে লাইট ইন্টারনেট ব্যবহারকারীরা নিজেরা স্বাধীনভাবে তাদের ডাটা প্যাক ব্যবহার করতে পারবেন। আশা করা হচ্ছে যে এই অফারটি বাজারের সেই বিশেষ অংশে আলোড়ন সৃষ্টি করবে যারা এরকম যুগান্তকারী অফারের জন্য অপেক্ষা করছিলেন।
এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের এমডি এবং সিইও পিডি শর্মা বলেন, “বাংলাদেশের গ্রাহকদের জন্য দারুণ এই দুটি অফার নিয়ে আসতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের সম্মানিত গ্রাহকদের বিধি-নিষেধহীন সহজ ইন্টারনেট সেবা দিতে এয়ারটেল বাংলাদেশ আর একধাপ এগিয়ে গিয়েছে”।
এয়ারটেল বাংলাদেশ লিমিটেড তাদের গ্রাহকদের আনন্দিত করার জন্য সবসময় নতুন এবং উদ্ভাবনী প্রোডাক্ট এবং সেবা নিয়ে আসার চেষ্টা করে। এয়ারটেলের সারাজীবন মেয়াদের নতুন এই ইন্টারনেট প্যাকগুলো টেলিকম কোম্পানিগুলোর মধ্যে প্রথম উদ্যোগ যাতে ইন্টারনেট প্যাকের মেয়াদ নিয়ে গ্রাহকরা চিন্তামুক্ত থাকতে পারবেন। এই প্যাকগুলো ব্যবহার করে এয়ারটেল গ্রাহকরা অবিরাম ব্রাউজিং ও স্ট্রিমিং উপভোগ করতে পারবেন কোন ব্যান্ড লিমিটেশন ছাড়াই।
গ্রাহকরা যেকোন সময় যেকোন ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। এই অফারগুলোর সাথে সকল প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকরা ফ্রি উইকিপিডিয়া ও টুইটার উপভোগ করতে পারবেন।
এয়ারটেল বাংলাদেশ সম্পর্কে : এয়ারটেল বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের অন্যতম দ্রুততম অগ্রনী মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং বিশ্বের অন্যতম বৃহৎ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল এর অঙ্গসংগঠন। প্রতিষ্ঠানটি বিভিন্ন অভিনব মোবাইল সেবা প্রদান করে থাকে যার মধ্যে রয়েছে ভয়েস, ভ্যালু অ্যাডেড সার্ভিস, ডাটা ও এম কমার্স সেবা। এছাড়াও প্রতিষ্ঠানটি ব্যাপ্তি এবং ধারন ক্ষমতার জন্য এর অত্যাধুনিক মোবাইল নেটওয়ার্ক উন্নয়নে বদ্ধপরিকর।
ভারতী এয়ারটেল সম্পর্কেঃ বিশ্বের অন্যতম প্রধান টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল এর এশিয়া ও আফ্রিকা জুড়ে ২০ টি দেশে কার্যক্রম রয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ভারতের নয়া দিল্লীতে অবস্থিত এবং গ্রাহক সংখ্যার ভিত্তিতে সমগ্র বিশ্বের টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর প্রথম ৪টির মধ্যে এর অবস্থান। ভারতে এর সেবা সমূহের মধ্যে টুজি, থ্রিজি এবং ফোরজি সেবার পাশাপাশি রয়েছে মোবাইল বানিজ্য সেবা, ফিক্স্ড লাইন সার্ভিস, দ্রুত গতির ডিএসএল ব্রডব্যান্ড, আইপিটিভি, ডিটিএইচ, জাতীয় এবং আন্তর্জাতিক ক্যারিয়ার পর্যায়ে লং ডিস্টেন্স এন্টারপ্রাইজ সার্ভিসেস প্রভৃতি। বিশ্বের অন্যান্য অঞ্চলে এয়ারটেল শুধুমাত্র টুজি, থ্রিজি এবং মোবাইল বানিজ্য সেবা প্রদান করে থাকে।
২০১৫ সালের মার্চ মাসের শেষ পর্যন্ত বিশ্বব্যাপী ভারতী এয়ারটেলের মোট গ্রাহক সংখ্যা ৩২৪ মিলিয়ন।
অনুসন্ধানের জন্য যোগাযোগ:
শমিত মাহবুব শাহাবুদ্দীন
এয়ারটেল বাংলাদেশ লি:
ফোন: ০১৬১০০০৩২২৩
ইমেল : shamit.shahabuddin@airtel.com
রুপক মাহমুদ
কনসিটো পিআর
ফোনঃ ০১৬১২২২৬২০৫
ইমেল : rupar.pr@gmail.com