সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বানিয়াচং মডেল প্রেসক্লাবের বৃক্ষরোপণ

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: সোমবার, ৭ জুন, ২০২১
ছবি : বিভিন্ন ফলজ ও বনজ গাছ হাতে বানিয়াচং মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ ।

বানিয়াচং প্রতিনিধি : ‘গাছ বাঁচলে গাইবে পাখি/এই ধরণীর বুকে/গাছ হলো তাই বন্ধু সবার/সুখে এবং দুঃখে’- কবিতার এ পংক্তিকে ধারণ করে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এল আর সরকারি উচ্চবিদ্যালয়ে বৃক্ষ রোপণ করেছে বানিয়াচং মডেল প্রেসক্লাব।

সোমবার (৭ জুন) বেলায় ২টায় বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম চৌধুরী,কার্যকরি কমিটির সদস্য রায়হান উদ্দিন সুমন ও ইমতিয়াজ আহমেদ লিলু।

ছবি : বিভিন্ন ফলজ ও বনজ গাছ হাতে বানিয়াচং মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ ।

মডল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু বলেন, এসমস্ত সৃজনশীল কার্যক্রমের মধ্যে দিয়ে সমাজ উন্নয়নে অবদান রাখতে চাই। নীতি ও নৈতিকতার ক্ষেত্রে কোন আপস নেই। আর তা ছাড়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন, অসহায়-দরিদ্র ও বঞ্চিত মানুষের পক্ষে নির্মোহ চিত্তে কাজ করে যাবে বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা।

পর্যায়ক্রমে বানিয়াচংয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!