নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নে ৬ষ্ট শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে মোঃ আনোয়ার হোসেন (৩২) নামের এক বখাটেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (০৫ মে) বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ মহিউদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত মোঃ আনোয়ার হোসেন নরসিংদী জেলার রায়পুরা গ্রামের মৃত মোঃ হায়দার আলীর পুত্র।
সূত্রে জানা যায়, উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের জনৈকা ৬ষ্ট শ্রেণীর ওই স্কুল ছাত্রীকে উল্লেখিত বখাটে শনিবার দুপুরে নানাভাবে উত্যক্ত করছিল।
এ সময় স্হানীয় জনতা মোঃ আনোয়ার হোসেনকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন কে মোবাইল ফোনে জানালে তিনি তাৎক্ষণিক নবীগঞ্জ থানার একদল পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে যান এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দণ্ডবিধির ১৮৬০ এর ৫০৯ ধারায় মোঃ আনোয়ার হোসেনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ মহিউদ্দিন ভ্রাম্যমান আদালতের এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।