আব্দুর রাজ্জাক রাজুঃচুনারুঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ পিতা-পুত্র মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটকৃতরা হলেন, গনকিরপাড় উড়ারঠিলার এলাকার ইসহাক মিয়া (৪২) ও তার ছেলে রুবেল মিয়া(২২)।
জানা যায়, (৫ই জুন) শনিবার ভোর সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই আশিকুর রহমান ও এএসআই আব্দুল বাতেন সহ একদল একদল পুলিশ উপজেলার গাজিপুর ইউনিয়নের গনকিরপাড় উড়ারঠিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
এ সময় তাদের বাড়ির বসত ঘরের রক্ষিত ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায় পিতাপুত্র দীর্ঘদিন প্রশাসনের চোঁখফাকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো: আলী আশরাফ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য উড়ারঠিলা,বাঘাডাইয়্যা ও গনকিরপাড় এলাকা যেন মাদকের আতুর ঘর।আইনশৃংখলা বাহিনীর নিয়মিত অভিযান চললেও মাদব নির্মুল করা যাচ্ছে না।