শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের জালাল স্টেডিয়ামে বেলা ৪:৩০ মিনিটে এ অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট। এতে শায়েস্তাগঞ্জ উপজেলা ও বাহুবল উপজেলা অংশগ্রহণ করে। বৃষ্টির পানিতে মাঠ ভরে যাওয়ায় উভয়পক্ষের সাথে আলোচনা করে ম্যানেজমেন্ট সিদ্ধান্তে উপনীত হয় ট্রাইবেকারের।
যথারীতি উভয় পক্ষের পাঁচজন করে ট্রাইবেকারে অংশগ্রহণ করেন। উভয়পক্ষের ট্রাইবেকারে ৫ জন খেলোয়ার পাঁচটি করে গোল করার সুযোগ পান। ট্রাইবেকারে লটারির মাধ্যমে প্রথমেই গোল করার সুযোগ পান শায়েস্তাগঞ্জ উপজেলার খেলোয়াড়। শায়েস্তাগঞ্জ উপজেলার খেলোয়ারের প্রথম বলটি বাহুবল উপজেলার গোলকিপার বল আটকে দিয়ে খেলায় উত্তেজনা সৃষ্টি করেন। শায়েস্তাগঞ্জ উপজেলা দুটি বল গোলপোস্টের ভিতরে ঢুকতে না পাড়ায় বাহুবল উপজেলা বিজয় লাভ করে।
না খেলে কেবল টাইব্রেকার এর মাধ্যমে খেলার সমাপ্তি ঘটলো। বেরসিক বৃষ্টির কারণে মাঠ কর্দমাক্ত হওয়ায় খেলাটি না খেলে উভয়পক্ষের সিদ্ধান্তের প্রেক্ষিতে ট্রাইবেকার হয় এতে করে বাহুবল উপজেলা জয়লাভ করে অপরদিকে শায়েস্তাগঞ্জ উপজেলার খেলোয়ারদের মাঝে একটি মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়।
অনূর্ধ্ব ১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বাহুবল উপজেলার গোলকিপারের উপর শায়েস্তাগঞ্জ উপজেলার অভিযোগ থাকার কারণে তাকে বাদ দিয়ে দ্বিতীয় গোলকিপার কে দিয়ে খেলা শুরু হয়। তথাপিও শেষরক্ষা হয়নি শায়েস্তাগঞ্জ উপজেলার। শেষ পর্যন্ত জয় লাভ করে বাহুবল উপজেলা।
জালাল স্টেডিয়ামে পানি নিষ্কাশনের ব্যবস্থাপনার ব্যাপারে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ,মূলত আমাদের মূল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল, কিন্তু সেখানকার আশেপাশের দুর্গন্ধ ,খেলার অনুপযোগী হওয়ার কারণে ,সিদ্ধান্ত পরিবর্তন করে জালাল স্টেডিয়াম এর আয়োজন করা হয় ।
হঠাৎ করে এমন বৃষ্টি হবে জানা ছিল না কারো। তাই কর্তৃপক্ষ পরবর্তী খেলা গুলো মূল স্টেডিয়ামে করবেন সে কারণেই সিদ্ধান্ত নিয়ে এখন স্থান পরিবর্তন করা হয়েছে ।আজ পর্যন্ত যেগুলো হয়েছে, সেগুলোর ব্যাপারে উভয়পক্ষের সাথে আলোচনা করে জয় পরাজয় নিশ্চিত করা হয়েছে। কেবলমাত্র বাহুবল এবং শায়েস্তাগঞ্জ উপজেলার খেলাটি ট্রাইবেকারে আলোচনা করে সমাপ্তি টানা হয়েছে।