মোঃ জুয়েল আকরাম রানাঃ চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০ মিরাসী ইউনিয়নের ৯নং ওয়ার্ড এর রাখি আশ্রয় কেন্দ্রের তাহির আলীর ছেলে জাহেদ কে অনুদান দিয়েছে চুনারুঘাট প্রবাসী গ্রুপ।
কিছুদিন আগে জাহেদ ধানের মেশিনে একটি হাত হারায়,জাহেদের বাবা দিনমজুর হিসেবে কাজ করেন।জাহেদের একটি সন্তান ও রয়েছে,অভাব অনটনে দিন কাটছে জাহেদের।জাহেদের এই দূরঅবস্তা দেখে এগিয়ে আসেন চুনারুঘাট প্রবাসী গ্রুপের সদস্যরা।
জাহেদ কে অনুদান প্রধান করেন,চুনারুঘাট প্রবাসী গ্রুপ এর সম্মানিত সভাপতি মোঃ আঃ বাকির,সিনিয়র সহ-সভাপতি নুরুল কালাম আজাদ (দরবেশ), সহ-সভাপতি মোহাম্মদ আইয়ুব আলী,সাধারণ সম্পাদক লিটন মেম্বর, অর্থ সম্পাদক মোঃ ফরিদ জমাদার, সহ- সাধারণ সম্পাদক মোঃ আফরাজ তালুকদার, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক স্বপন তালুকদার,মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ হাজেরা খাতুন,সহ-সভাপতি নূর মিয়া তালুকদার, সহ- সাধারণ সম্পাদক রফিক তালুকদার, সহ- সাংগঠনিক সম্পাদক কাজল মিয়া,সহ-সভাপতি সৈয়দ আঃ হক।
এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এসএম আব্দাল,সহ- সাধারণ সম্পাদক সৈয়দ জয়নাল হাজারী,কামরুল হাসান মাসুম,সাংবাদিক মোঃ জুয়েল আকরাম রানা, সাংবাদিক মীর জুবায়ের আলম,মাসুক ভূইয়া, আলমগীর বাচ্চু মিয়া সহ এলাকার মুরুব্বি ও জনসাধারণ।