চুনারুঘাট(হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটের প্রথম উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ আহম্মদ চৌধুরী সোমবার রাত ১১টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি……. রাজিউন)। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিলো ৭৫বছর।
মঙ্গলবার বাদ আছর রাণীগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে ওনার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন – চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, সাবেক পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন শামছু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পিপি এড. আকবর হোসেন জিতু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.মীর সিরাজ, সাবেক চেয়ারম্যান আবু সালেহ্ মোঃ শফিকুর রহমান, এড. সরকার মোহাম্মদ শহীদ, আলহাজ্ব হুসাইন আলী রাজন, আলহাজ্ব আইয়ুব আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, আনিছুর রহমান আনিছ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনসহ হাজার হাজার মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
ওনার মৃত্যুতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি শোক প্রকাশ ও শোক সমপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে ওনাকে দাফন করা হয়েছে।
ওনি মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা সন্তান ও নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। রাণীগাঁও গ্রামের মৃত আব্দুর রাজ্জাক চৌধুরীর ছেলে।
উল্লেখ্য, আলহাজ্ব মাসুদ আহম্মদ চৌধুরী চুনারুঘাটের প্রথম উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন এবং তিনি একটানা ২বার উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।