আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ থেকে ॥ প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘর নির্মানের কাজ পরিদর্শন করেছেন আশ্রয়ন প্রকল্পের উপ পরিচালক মোহাম্মদ জাহিদুর রহমান। গত সোমবার ৩১ মে নবীগঞ্জ উপজেলার উপজেলার বৈঠাখাল এলাকার ২য় পর্যায়ের ৩৬টি ঘরের কাজ পরিদর্শন করেন তিনি।
এ সময় তার সাথে ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তৌহিদ আহম্মেদ সজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, সহকারী কমিশনার(ভূমি) সুমাইয়া মমিন, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল মালিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। উপজেলায় ৯টি স্থানে ১ম পর্যায়ে ১১০টি ও ২য় পর্যায়ের মোট ৬০টি ঘর বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে সোমবার সকালে উপজেলার ১০ নং দেবপাড়া ইউনিয়নের বৈঠাকাল এলাকার ৩৬টি ঘরের নির্মান কাজ পরিদর্শন করেন।
নির্মিত ঘরগুলো যাতে ঝড়ে উড়িয়ে নিতে না নিতে পারে সে বিষয়ে নির্মানকারীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন তিনি।