এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত দপ্তরি কুদরত উল্লাহ পরিবার কে ৩ লক্ষ ৩৩ হাজর টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
চুনারুঘাট উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা এর উদ্যোগে প্রায় ৬ বছর বিনা বেতনে দপ্তরি কাজ করে প্রয়াত হন ৭নং উবাহাটা ইউনিয়নের অলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কুদরত উল্লাহ।চলতি বছরের শুরুতেই দপ্তরি কুদরত উল্লাহ মারা গেলে তার জানাজায় অংশ গ্রহন করেন শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা সহ উপজেলার বিভিন্ন শিক্ষক গণ।প্রয়াত দপ্তরির স্ত্রী সহ তিন সন্তানের পরিবার যেন হতদরিদ্রের চিত্র প্রমান।
এমন অবস্থা দেখে শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা ব্যক্তিগত পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা সহায়তা করেন।এবং তিনি এই পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।উনার উদ্যোগে এবং উপজেলার শিক্ষকগণ ও দপ্তর কাম প্রহরী ৭২ জনের নগদ অর্থ সহযোগিতায় প্রায় ৩ লক্ষ ৩৩ হাজার টাকা উত্তোলন হয়।
উত্তোলিত ৩ লক্ষ টাকা পোস্ট ই ডিপোজিট ও নগদ ৩৩ হাজার টাকা প্রয়াত দপ্তরি কাম প্রহরী কুদরত উল্লাহ র বিধবা স্ত্রী ও তিন নাবালক সন্তানের হাতে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক,দপ্তরি ও কর্মকর্তাগনের উপস্থিতিতে তুলে দেয়া হয়।
বিনা বেতনে দপ্তরির কারন জানতে চাইলে, অলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমাইয়া আক্তার চৌধুরী জানান,২০১৪ সালের জুন মাসে দপ্তরি কাম প্রহরী নিয়োগ দিলে যথাযথ নিয়ম মেনে প্রয়াত কুদরত উল্লাহ কে নিয়োগ দেয়া হয়। এবং দীর্ঘ ১ বছর সরকারি ভাবে বেতন ভাতা প্রদান করা হয়।
পরবর্তীতে প্রয়াত কুদরত উল্লাহ কাগজপত্র ভুয়া দাবি করে স্থানীয় আবু তৈয়ব নামে জৈনক ব্যক্তি মামলা করলে সরকারি বিধি মোতাবেক প্রয়াত কুদরত উল্লাহ বেতন ভাতা স্থগিত হয়ে যায়।তিনি অন্তরভর্তীকালীন মামলার ডকুমেন্টস এনে বিনাবেতনে প্রায় ৬ বছর চাকরি করা অবস্থায় মারা যান।প্রয়াত কুদরত উল্লাহ জানাজায় এসে উক্ত পরিবারের দুরাবস্থা থেকে মানবিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা উদ্যোগে ও শিক্ষক পরিবারের পক্ষ থেকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।
বিষয়টি নিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা এর সাথে কথা বললে তিনি সত্যতা নিশ্চিত করেন।এবং বলেন আমার সহকারী খুরশেদ আলম এবং ইব্রাহিম খলিল সহ শিক্ষক দপ্তরি পরিবারের মানবিকতাঢ এইটা সম্ভব হয়েছে।