জালাল উদ্দিন রুমি, শায়েস্তাগঞ্জ : ষড়ঋতুর এই বাংলাদেশে খানিকটা এখন পরিলক্ষিত হয়েছে ঋতু পরিবর্তনের।
অনেকাংশেই বৈরী আবহাওয়া এবং প্রকৃতির সাথে মানুষের বৈরী আচরণের কারণেই ঋতু মানুষের সাথে পৃথিবীতে বৈরী মনোভাব প্রকাশ করছে । তার প্রমাণ সময় মতো বৃষ্টি না,আবহওয়ার পরিবর্তন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, রোদ এবং প্রকৃতির বৈপ্লবিক পরিবর্তন।
আজ পহেলা জুন ভোর বেলা থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। আবার কখনো কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শায়েস্তাগঞ্জ উপজেলা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানা যায় ,খালবিল পানিতে ভরে উঠছে । কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। অনেক কৃষকই জমিতে হালচাষ শুরু করে দিয়েছেন। ধানের চাষের জন্য অনেক ফসলি জমিতে নিড়ানি দিচ্ছেন কৃষকরা।
শায়েস্তাগঞ্জ পৌর সভার জগন্নাথপুর গ্রামের কৃষক মোঃ কাউসার মিয়া জানান ,আমরা আগুন মাসের দান ফলনের জন্য অপেক্ষায় ছিলাম। সময়মত বৃষ্টি না হওয়ার কারণে ধানের বীজ অনেক লম্বা হয়ে গেছে, অনেকাংশেই জ্বালা বা ধান বীজ লাল হয়ে আসছে, কখনো কখনো পুকামাকরের কারণে জ্বলে যাচ্ছে। এই মুহূর্তে বৃষ্টি না হলে আমরা কৃষকরা বিপদে পড়ে যেতাম । মহান প্রভু কে ধন্যবাদ, সময়মতো বৃষ্টি দেয়ার জন্য । এবার সরকার যদি আমাদের সময় মতো সার এবং অন্যান্য উপকরণ দিয়ে সহযোগিতা করেন তাহলে আমরা যথাসময়ে ফসল ঘরে তুলতে পারব।
শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভিতরে প্রবেশ করলে দেখা যায়, অনেকগুলো ফুলের গাছ, ফলের গাছ, তার প্রাণ ফিরে পেয়েছে । বৃষ্টির কারণে ফুটেছে ফুল। প্রকৃতি যেন অপরূপ সাজে সেজেছে। অনেককেই দেখা যাচ্ছে ফুলের কাছে গিয়ে তাকিয়ে থাকতে । কোমলমতি শিশুরা ফুলের কাছে গিয়ে হাত দিয়ে ধরছেন । যেন তারা আপনজনকে ফিরে পেয়েছে। ফুলের ভালোবাসা এবং প্রকৃতির এরকম স্নিগ্ধতায় হৃদয় জুড়ে যাচ্ছে ।
শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার পারভেজ দৈনিক শায়েস্তাগঞ্জকে বলেন, দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে আমাদের এই গাছগুলো মরে যাচ্ছিল । ফুলগুলো ফুট ছিল না আজ বৃষ্টির কারণে আমরাও স্বস্তিতে আছি প্রকৃতি ও তার প্রাণ ফিরে পেয়েছে মহান আল্লাহকে ধন্যবাদ।