নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউপির হোসেনপুর গ্রামে রবিবার (৩০ মে) রাত ৮টায় ১ সন্তানের জনক মিরাশ মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত মিরাশ মিয়া উল্লেখিত গ্রামের মৃত সুন্দর মিয়া পুত্র।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে কি কারণে বা কারা তাকে হত্যা করেছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার উল্লেখিত গ্রামের মৃত সুন্দর মিয়ার পুত্র মিরাশ মিয়াকে অজ্ঞাত দূর্বৃত্তরা তার গলা কেটে বাড়ির পেছনে ফেলে চলে যায়। নিহতের বোন প্রথমে মিরাশ মিয়ার গলা কাটা অবস্থায় বাড়ির পিছনে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে বাড়ির অন্যান্য লোকজন ছুটে এসে তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে পৌছার পূর্বেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে প্রথমে গোপলার বাজার ফাঁড়ি পুলিশ ও পড়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের লাশ নবীগঞ্জ এসে পৌছায় নি।