মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কুচকাওয়াজ অনুষ্ঠান পরিদর্শনে যান প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রেসিডেন্টকে সশন্ত্র বাহিনীর পক্ষ থেকে অভিবাদন জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতা রওশন এরশাদসহ সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রী, সরকারি-বেসরকারি কর্মকর্তারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কুচকাওয়াজ পরিদর্শন করেন।
মঙ্গলবার সকাল ৮টায় প্রথমে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর দলীয় প্রধান হিসেবে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী গণভবনে বিজয় দিবসের স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন।
এর আগে মঙ্গলবার ভোর ৬টা ৩৭ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুল দিয়ে লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর পরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে দলের পক্ষে ফুল দেন সভানেত্রী শেখ হাসিনা। এরপর স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ও বিভিন্ন দেশের কূটনীতিকরা একে একে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল সাতটা তিন মিনিটে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সকাল ৯.৩৮ মিনিটে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসময় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।