নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচং রাজপরিবারের সদস্য মরহুম দেওয়ান মামুন রাজার পরিবারের পক্ষ থেকে ১৫০টি দরিদ্র পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে মরহুমের বাড়ির আঙ্গিণায় ওই সামগ্রী গুলো দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন মরহুমের জামাতা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহসভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান এবং মরহুমের পুত্র প্রকৌশলী দেওয়ান রাফসান রাজা । এতে আরও উপস্থিত ছিলেন মরহুমের ভাতিজা বানিয়াচং মডেল প্রেসক্লাবের সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবক দেওয়ান শোয়েব রাজা।
উল্লেখ্য, মরহুম দেওয়ান হুমায়ূন রাজার ছেলে মরহুম দেওয়ান মামুন রাজা ১৩ এপ্রিল ২০২১ খ্রি. বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম ছিলেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। বিতরণকৃত সামগ্রীগুলো হচ্ছে প্রতি প্যাকেটে ৭ কেজি চাউল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু, ১ কেজি তৈল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ৫০০ গ্রাম রসুন ও ৫০০ গ্রাম আদা ।