মাধবপুর প্রতিনিধি :হবিগঞ্জের মাধবপুরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ২ ব্যক্তির বস্তায় পাওয়া যায় ৮ কেজি গাঁজা।
আটক ব্যক্তিরা হলেন মো.সুজন মিয়া (৪৫), পিতা মন্নাফ মিয়া গ্রাম শ্রীধরপুর ও মোঃ হারুন মিয়া (২০) পিতা মোঃ শাহজাহান মিয়া গ্রাম মালঞ্চপুর উভয়ের মাধবপুর উপজেলার হবিগঞ্জ জেলার বাসিন্দা। গত বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।
মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উত্তম কুমার দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল আমি ও এএসআই গোলাম মোস্তফা নেতৃত্বে চৌমুহনী ইউনিয়নের মনতলা হইতে ধর্মঘরগামী রাস্তায় আলাবক্সপুরে পাশে পল্লী বিদ্যুৎ সমিতি মাধবপুর উপকেন্দ্র পাশে রাতে অভিযান চালানো হয়। সেখান থেকে তাদের গাঁজাসহ আটক করা হয় । এ সময় তাদের তল্লাশি চালিয়ে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
পুলিশ ইন্সপেক্টর উত্তম কুমার দাস আরও বলেন, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।