রুবেল, মাধবপুর প্রতিনিধি : “ফোঁটায় ফোঁটায় মানবতা, রক্ত দানে হউক সচেতনতা” এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে রক্তছোঁয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যলয়ে সভা অনুষ্টিত হয়।সভায় সভাপতি করেন রক্তছোঁয়া ফাউন্ডেশন এর সহ-পরিচালক শেখ আরিয়ান রুবেল, ও সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ইমন আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন রক্তছোঁয়া ফাউন্ডেশন এর সহ পরিচালক অর্জুন পাল,কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক খন্দকার,সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল মিয়া, সাংস্কৃতিক সম্পাদক ফরহাদ হাসান রাতুল, সম্মানিত সদস্য শাহাদাৎ হোসেন তালুকদার, শেখ সুমন মাহমুদ, সাদ্দাম হোসেন,নির্মল দেননাথ,ব্রজ গোপাল,শেখ আমান উল্লাহ,আতিকুর রহমান আতিক প্রমুখ।
অনুষ্ঠান শেষে সকলেই ঐক্যবদ্ধ হয় রক্তের অভাবে যেন একটি প্রাণও না ঝড়ে সবাই নজর রাখতে হবে সে আস্বাস প্রদান করে সংঘঠটনের সবাই।