এস আজাদ/ আজিজুল হক নাসির, চুনারুঘাট থেকে : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে ২০১৫/ ২০১৬ ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
সরে জমিনে জানা যায়, গত ১৩/০৫/২০১৫ ইং তারিখে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবেদ হাসনাত সনজু চৌধুরীর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মশহুদুল কবীর।
ইউপি সচিব শিউলী চৌধুরী পরিচালিত সভায় শিক্ষা ও স্বাস্থ খ্যাতকে গুরুত্ব দেওয়া মোট এক কোটি তিরাশি হাজার ছয়শ শত বাইশ টাকার বাজেটকে জন সমুক্ষে উন্মোচন করেন চেয়ারম্যান সনজু চৌঃ।এবং উল্যেখিত বাজেটের উপর উপস্থিতিদের মতামত আহবান করেন জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান।
এসময় একটি বাড়ি একটি খামার প্লকল্পের কর্ডিনেটর জনাব মহিবুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড মেম্বার ফজলুর রহমান আকল, আয়েশা আক্তার,সুদামা বর্মা,লিটন মিয়া,আইয়ুব আলি,সুহেল কামাল আজাদ চৌঃ, রৌশনরা রোনা, দুর্গা মণি, ও প্রকাশ কাড়িয়া।
অন্যান্যদের মধ্যে,ইউপি আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আলা উদ্দিন,সেক্রেটারী মিজানুর রহমান, আমুরোড বাজার সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আজাদ,ছাত্রলীগ সেক্রেটারী ওয়াহিদুল ইসলাম,সাংবাদিক হাসান আলি, আব্দুর রাজ্জাক রাজু, শাহিন আলম,ছাত্রলীগ কর্মী স্বপন সাঁই, আহম্মদাবাদ মানব কল্যাণ সংঘের একাধিক সদস্য,ইউনিয়নের ১৫ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব,এনামুল হক আরজু, মাসুক মিয়া,আঃ রহিম,আঃ রশিদসুমন দেবরায়,সাহাদাত হুসেন,শাহ আলমগীর,সালেয়া খাতুন,সুলতানা মাহমুদ,রেহেনা আক্তার,পিংকু দেব,রানা প্রসাদ ঘোষ,নিতিশ নাথ,নুরুল হক সহ ইউনিয়নের সকল শ্রেণীর জনগণ।