এস এইচ টিটু,সৌদিআরব থেকে : ইয়েমেন সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন শুরু করেছে সৌদি আরব। হুতি বিদ্রোহীদের সঙ্গে রকেট এবং গোলা বিনিময়ের পর তারা এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এর আগে ইয়েমেনে ৫ দিনের অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছিল সৌদি যাহা মঙ্গলবার থেকে কার্যকর করার কথা রয়েছে।
আল জাজিরা সৌদি প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছেন, সোমবার একটি বিরাট আকারের সেনা দল ইয়েমেনের সীমান্ত সংলগ্ন নাজরান এলাকার দিকে রওয়ানা হয়ে গেছে। সোমবার সকালে দু পক্ষের মধ্যে গুলি বিনিময়ের পর তারা সৌদি সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থান নিতে যাচ্ছে। তবে ইয়েমেন সীমান্তে কী পরিমান সৌদি সেনা মোতায়েন করা হচ্ছে তার কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি মন্ত্রী। সৌদি আরবের ৫ দিনের অস্ত্রবিরতি প্রস্তাবে হুতি বিদ্রোহীরা সম্মত হলেও দু পক্ষের মধ্যে লড়াই থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
সৌদি আরবের সরকারি চ্যানেলগুলোতে ট্যাঙ্ক এবং সাঁঝোয়া যান নিয়ে সেনাদের ইয়েমেন সীমান্তের দিকে অগ্রসর হওয়ার ছবি প্রকাশিত হয়েছে।এর আগে সোমবার সকালে সৌদি শহর জিজান এবং নাজরান শহর লক্ষ্য করে রকেট এবং মর্টার হামলা চালিয়েছিল হুতি বিদ্রোহীরা। হামলায় নাজরানে এক সৌদি নাগরিক নিহত এবং আরো চারজন আহত হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে। স্কুল ও আবাসিক এলাকা সংলগ্ন একটি সেনাছাউনি লক্ষ্য করে তারা ওই হামলা চালায় বলে অভিযোগ করেছে সৌদি সরকার।
উল্লেখ্য,গত ৫ ও ৬ই মে হুথি বিদ্রোহীদের ছোড়া মর্টার সেলের আঘাতে ইয়েমেন-সৌদি আরবের দক্ষিণ পূর্ব প্রদেশ নাজরান সীমান্ত এলাকায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।