বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে বাহুবলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মে) বিকাল ৫টায় বাহুবল মডেল প্রেস ক্লাবের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বাহুবল মডেল থানার সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর।
সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন সাংবাদিক মাওলানা নূরুল আমীন, এম. সাজিদুর রহমান, নূরুল ইসলাম মনি, পংকজ কান্তি গোপ টিটু, মাওলানা আব্দুল কাইয়ুম জাকী, এম এ মজিদ তালুকদার, ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, সাইফুর রহমান জুয়েল, মইনুল ইসলাম, সেলিম আখঞ্জী, নজরুল ইসলাম, ইসমাইল মাহমুদ ফিরোজ, মনিরুল ইসলাম শামিম, আরিফ হাসান আফজল, নাজমুল ইসলাম হৃদয়, কাজী সবুর আহমেদ, উজ্বল মিয়া, তানজির আহমেদ সিদ্দিকী প্রমুখ।