এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের যুবক নয়ন চৌধুরী
করোনা মুক্ত সনদ পেয়েও করোনা সিনড্রোম নিয়ে মৃত্যুবরণ করেছেন।
শনিবার ( ২২ মে) দুপুরে হবিগঞ্জ বেবিস্ট্যান্ডে আপন ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে গেলে হঠাৎ সে মৃত্যুর খুলে ঢলে পরে শেষ নিশ্বাস ত্যাগ করে।
জানা যায়,৬নং সদর ইউনিয়নের নরপতি গ্রামের মুকিত চৌধুরী ছেলে।মা বাবা সহ তারা ৩ ভাইয়ের পরিবার।এক ভাই প্রবাসী,এক ভাই আশাতে জব করে।নিহত নয়ন চৌধুরী স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ,ঢাকা থেকে অনার্স ও মাস্টার্স পড়াশোনার পাশাপাশি রেনেডা ঔষধ কোম্পানিতে জব করতো।
নয়ন চৌধুরী বেশ কিছু দিন পূর্বে করোনা পজিটিভ হলে কোয়ারান্টাইন ও চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়।এবং চুনারুঘাট স্বাস্থ্যসেবা থেকে করোনা নেগেটিভ রিপোর্ট আসে।
ডিসিপি স্কুল ২০১০ ব্যাচের ইফতারি সহ ইদ আয়োজন করে।নিজেকে অসাবলীল মনে করে আজ হবিগঞ্জ ব্যক্তিগত চিকিৎসা করাতে যায় হবিগঞ্জ আপন ডায়াগনস্টিক সেন্টারে।হঠাৎ শারীরিক অবনতি গঠে এবং মৃত্যুর খুলে ঢলে পরে শেষ নিশ্বাস ত্যাগ করে।
তার মৃত্যুতে গণমাধ্যমে সহ চুনারুঘাটে শোকের ছায়া পরে।তার মৃত্যু উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর সহ বিভিন্নজন শোক প্রকাশ করেন।