চুনারঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত।
জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের দৌলতখাঁ আবাদ গ্রামের মৃত নছিব আলী ছেলে মোঃ নুর আলী (৪৫) স্থানীয় মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে আলতা মিয়ার রাইস মিলের সামনে পৌছা মাত্র একই গ্রামের একদল দুর্বৃত্ত নুর আলীর পথরোধ করে রামদা দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে।
এ সময় গুরুতর আহত নুর আলীর শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে নুর আলীকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে পাইকপাড়া ইউপি চেয়ারম্যান শামছুজ্জামান শামিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।