বিশ্বনাথ প্রতিনিধি : কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নোমান হাসনাত বলেছেন, শৈরাচারী শেখ হাসিনাকে আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করতে হবে।
সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলনের ডাক আসবে জাতীয়তাবাদী ছাত্রদল অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
হাসনাত বলেন, আন্দোলনের মাধ্যমে গুমনামক কারাগার থেকে জাতীয় নেতা এম. ইলিয়াস আলী কে মুক্ত কওে আনতে হবে। মঙ্গলবার বিশ্বনাথ উপজেলা ছাত্রদল (একাংশ) নেতাদের সাথে সাক্ষাতকালে এসব কথা বলেন।
এসময় বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ওয়ালিদ রেজা মৃদুল, ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদল নেতা লুৎফুর রহমান খান বাদল, বেসরকারী বিশ্ববিদ্যালয় এর ছাত্রদল নেতা মাশরুর রহমান রাজু, আসিফ ইমতিয়াজ আকাশ।
অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ছাত্রদল (একাংশের) আহবায়ক শাহ আমিরউদ্দিন, সাবেক যুগ্ন-আহবায়ক আমির আলী, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ন-আহবায়ক শাহজাহান, নাজিমউদ্দিন, সদস্য সচিব আজাদুর রহমান আজাদ, সাহেল সামাদ, আখতার হোসেন, রানা, তারেক, আলী হোসেন, আব্দুল শহীদ, মুহিবউদ্দিন, আব্দুল মোমিন, রিপন, এনামুল, সুনু মিয়া, শেখ রাজন, হিরা মিয়া, ওয়াশিম, আব্দুল কাইয়ুম, হেলাল, খালেদজামান, শিমুল, রিপন, মালিক, ফাহিম আহমদ, মিনহাজুল, আবিয়াত রহমান দিদার, জাকির হোসেন, বালিন, শাহ সায়েদ, সাবউদ্দিন, শাহ নিজাম, রুকেল, ফরিদ, আজিজুল, দুলাল, শাহ সাইম কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন পওে ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. লিয়াস আলী বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ খবর নেন এবং যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন সেলিম এর বাসভবনে যান।