নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরের রঘুনন্দন পাহাড়ের পাদদেশে নানা বাড়িতে বসবাসকারী প্রতিবন্ধী লিমা আক্তারকে (১৮) একটি হুইল চেয়ার, নগদ টাকা ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যার পূর্বে এসব সহায়তা নিয়ে উপস্থিত হন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম ও চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সত্যজিত রায় দাশ। পরে তারা লিমার মা ফাহিমা আক্তারের হাতে সহায়তাগুলো তুলে দেন।
এসব সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করে লিমার মা ফাহিমা আক্তার বলেন, এর আগে এভাবে আমাদের বাড়িতে এসে কেউ সহায়তা করেনি। কি যে ভালো লাগছে, ভাষায় প্রকাশ করারমত নয়। যাই হোক সরকার ও সরকারের প্রতিনিধি দুই উপজেলার ইউএনও মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই।