প্রেস বিজ্ঞপ্তি : শাহজীবাজার বিদুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রী ফাহিমা আক্তার লিজু ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ভুগছে।
তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। ফাহিমা আক্তার লিজু ২০১৩ সালে বিদুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় জিপিএ -৫, বৃন্দাবন সরকারি কলেজ থেকে এইচএসসিতে ও জিপিএ -৫ পেয়ে বর্তমানে ঢাকার সাভারের গণবিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্রী। সে মাধবপুর উপজেলার নোয়াপাড়া মোল্লাবাড়ির মনিরুজ্জামানের মেয়ে।
মেধাবী ছাত্রী লিজু ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লিজুর বাবা মনিরুজ্জামান জানান, তার পরিবারের একার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করা আর সম্ভব হচ্ছে না, তাই বিত্তবানদেরকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান।
আর্থিক সাহায্যের জন্য-
বিকাশঃ 01715824649 (Personal)
নগদঃ 01715824649
রকেটঃ 015213211010
ডাচ্-বাংলা ব্যাংকঃ 187.151.30830
সিটি ব্যাংকঃ 2202957915001