নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাট গাঁজাসহ জুয়েল মিয়া (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১৬ মে) রাত সাড়ে ৯টায় উপজেলার গাজীপুর ইউনিয়ন এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে র্যাব-৯ এর একটি দল।
সে ওই এলাকার দুধ পাতিল গ্রামের মৃত আমিন আলীর ছেলে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে।
সোমবার (১৭ মে) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর সৌরভ মো. অসীম শাতিল এবং জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) একে এম কামরুজ্জামানের নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট ১নম্বর গাজীপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আবাদ গাও গ্রামে অভিযান চালায়।
এসময় চুনারুঘাট টু আসাম পাড়া গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫ কেজি ১০০ গ্রাম কেজি গাঁজা জব্দসহ পেশাদার মাদক কারবারি জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়।