চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহাম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় অন্তত ৬ ব্যক্তি আহত হয়েছেন।
সোমবার(১৭ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে কালিশিরি গ্রামের ফারুক আহম্মেদ(৩৭)এর পরিবারের সাথে একই বাড়ির মঈন উদ্দিনের(৫০) ছেলে মোঃ বাপ্পি মিয়ার পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।এতে ফারুকের পিতা রুহুল আমিন(৬০) ও মহিলাসহ তার পরিবারের ৬ জন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।ঘটনার সাথে সাথে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুনারুঘাট থানা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের ভর্তি করা হয়।
এ ব্যাপারে আহত রুহুল আমিনের ছেলে মোঃ ফারুক আহম্মেদ জানান,বাড়ির পাশে তাদের জমিতে প্রতিপক্ষ বাপ্পির লোকজন জোরপূর্বক বাঁশের বেড়া দিতে গেলে রুহুল আমিন বাঁধা প্রদান করেন।তাতেই ক্ষিপ্ত হয়ে বাপ্পির লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে ফারুকের লোকজনের ওপর এলোপাতাড়ি মারধর শুরু করে।
এ ঘটনায় ফারুক আহম্মেদ বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আহাম্মদাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত সনজু চৌধুরী জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়েই সংঘর্ষ।তবে যারা মারধর করেছে তারা অবশ্যই অমানবিক কাজ করেছে।এ ব্যাপারে থানার ওসি এম আলী আশরাফ বলেন,আমরা লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।