নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সোহান আহমদকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ধৃত সোহান উপজেলার কুর্শি ইউনিয়নের খনকারীপাড়া গ্রামের মৃত সামছু মিয়ার ছেলে।
শনিবার (১৫ মে) রাতে এস.আই সমিরন দাশের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। রবিবার সকালে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুত্রে জানাযায়, ধৃত সোহান আহমদ এর বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় ১ বছরের সাজা হয়। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোহানকে শনিবার রাত সাড়ে ১০ টার দিকে বাংলাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।