মাধবপুর থেকে সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুর বাজারের রিক্সা স্ট্যান্ড এলাকার পানসী হোটেলের ভেতর থেকে ১০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে থানার এএসআই আনিসুর রহমান মঙ্গলবার রাত প্রায় ৮টার দিকে ওই হোটেলে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ হান্নান মিয়াকে (৪০) আটক করে। এ সময় তার কাছে রক্ষিত ব্যাগ তল্লাশী করে ১০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।