নিজস্ব প্রতিবেদক : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহায়তা কি পেতে পারেনা মানুষ।
” এরই নাম জীবন, এরই নাম সংসার ” শিরোনামে মানবিক প্রতিবেদন দৈনিক শায়েস্তাগঞ্জ সহ একাধিক পত্রিকায় প্রকাশিত হওয়ার পর ঈদ উপহার পেয়েছেন প্রতিবন্ধী ছালেক মিয়া।
শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের মদনপুর গ্রামের বাসিন্দা মোঃ ছালেক মিয়া মৃত আলতাব আলীর ছেলে। এই টানা লকডাউনে করোনা মহামারীকালে তিনি আগের চেয়ে ও বেশি মানবিক জীবনযাপন করে আসছিলেন। বয়সের বার্ধক্য আসায় ঠিকমত সাহায্যের জন্য মানুষের দুয়ারে দুয়ারে যেতে পারছিলেন না।
উনাকে নিয়ে সংবাদ প্রকাশিত হলে দুইজন বিশিষ্ট দাতা উনার পাশে দাড়ান।
জালাল উদ্দিন রুমি সহযোগিতায় সুদুর ইউকে থেকে নগদ টাকা দিয়ে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন বঙ্গবন্ধু ইউকে স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আব্দুছ সালাম সবুজ।
প্রবাস থেকে আফজাল খান পক্ষ থেকে নগদ টাকা ও তার পরিবারের পাচঁজনকে দেয়া হয়েছে নতুন জামা।
গত বুধবার(১৩ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধী ছালেক মিয়ার হাতে পৌঁছে দেয়া হয়েছে এসব সহায়তা।
ঈদ উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে ছালেক মিয়া বলেন, আমি ভাবিনি এত তাড়াতাড়ি আমাকে সহযোগিতা করা হবে।
এবারের নতুন জামা আমার পরিবারের জন্য স্বপ্নের মতই ছিল। অবশেষে ঈদ উপহার পেয়ে চোখেমুখে তৃপ্তির হাসি দিয়ে জানান, কৃতজ্ঞতার ভাষা তার জানা নেই।
আর ছালেক মিয়ার স্ত্রী মাফিয়া বেগম অনুভূতি প্রকাশ করে বলেন, যারা আমাদের সাহায্য করেছে আল্লাহ তাদের মনোভাসনা যেন পুরণ করেন।