রায়হান আহমেদ : একজন মানবিক জেলা প্রশাসক ইসরাত জাহান। তিনি হবিগঞ্জ জেলায় যোগদান করার পর থেকে বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এরই প্রেক্ষিতে ডিসি ইসরাত জাহানের আন্তরিকতায় ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশের তত্ত্বাবধানে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চুনারুঘাট উপজেলা প্রাঙ্গনে নিম্ন আয়ের মানুষের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার জিআর ও ভিজিএফ তালিকায় চুনারুঘাট উপজেলার কতিপয় নিম্ন আয়ের মানুষ বাদ পড়ে যায়। খবর পেয়ে মানবিক ডিসি ইসরাত জাহান তাদের ঈদ উপহারের ব্যবস্থা করেন।
সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।