নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মানায় হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরে বস্ত্র বিতানগুলিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (১২মে) বিকাল সাড়ে পাঁচটায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল।এ সময় স্বাস্থ্যবিধি না মানায় পাঁচ জনকে আড়াই হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
চুনারুঘাট থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযানে সহায়তা করেন।