শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ শহর থেকে ৭ম শ্রেনীর ছাত্রী স্মৃতিকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। ঘটনার ৫ ঘন্টা পর তাকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের দেউন্দি রোডের মোড় থেকে তাকে অপহরণ করা হয়।
অপহৃত স্মৃতির চাচাত ভাই সাইফুল জানান, স্মৃতি শায়েস্তাগঞ্জ মহলুল সুনাম গ্রামের আক্তার আলীর মেয়ে। সে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের ৭ম শ্রেনীর ছাত্রী। প্রতিদিনের ন্যায় সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাবার পথে এ ঘটনা ঘটে।
শহরের দেউন্দি রোডের মোড় থেকে অপহরণকারীরা তাকে অজ্ঞান করে সিএনজিতে উঠিয়ে নিয়ে যায়।
স্মৃতি উদ্ধারের পর সাইফুল আরো জানান, তাকে সিএনজি থেকে শাহজীবাজার নামিয়ে ট্রেনে করে আখাউড়া রেলস্টেশন নিয়ে যায়। প্লাটফর্মে রেখে দুর্বৃত্তরা অন্যত্রে সরেগেলে এই ফাঁকে বানিয়াচংঙ্গের জনৈক ব্যক্তি তাকে কাঁপতে দেখে জিজ্ঞাস করলে সে কেঁদে কেঁদে পরিচয় দেয়। ওই ব্যক্তি তাকে আখাউড়া জিআরপি পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
পরে পুলিশ মারফত তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক জানান, স্মৃতির পরিবার থেকে সেলফোনে আমাকে বিষয়টি জানানো হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, এব্যাপারে থানায় কোনো অভিযোগ কিংবা এমন তথ্য জানা নেই।