বাহার উদ্দিন,লাখাই থেকে : পিএইচপি কুরআনের আলাে প্রতিভার সন্ধানে হিফজুল কুরআন প্রতিযােগীতা ২০২১ এ প্রথম স্থান অর্জন করেছে হবিগঞ্জের লাখাইয়ের সন্তান হাফেজ মােহাম্মদ বশির আহমেদ।
সে প্রথম স্থান হিসেবে পুরস্কার হিসেবে পেয়েছে ৪ লক্ষ টাকা ।
আজ সােমবার এনটিভিতে প্রচারিত পিএইচপি কোরআনের আলাে প্রতিযােগিতায় তাদের হাতে পুরস্কার তুলে দেন বিচারকরা ৷ প্রতিযােগিতায় ২য় স্থান অধিকার করছে নেত্রকোনা জেলার ক্ষুদে হাফেজ মােঃ লাবিব আল হাসান । ৩য় স্থান অধিকার করেছে কিশােরগঞ্জ জেলার দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মােঃ মাহমুদুল হাসান আশরাফী ।
লাখাইয়ের ক্ষুদে হাফেজ বশিরের এই কৃতিত্বের প্রকাশ করেছেন সবাই ।