প্রেস বিজ্ঞপ্তিঃ চুনারুঘাটে “গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের” অর্থায়নে ও সংগঠনের সহসভাপতি ও হবিগঞ্জ ডিস্ট্রিক ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে সভাপতি জনাব এম এ আজিজ সাহেবের সার্বিক তত্তাবধানে “ঈদ স্মাইল প্রজেক্ট” এর আওতায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার প্রায় অর্ধশত অসহায় গরীবদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১০মে) সোমবার সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা হলরুমে চুনারুঘাট উপজেলা মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় ও সাবেক প্রধান শিক্ষক আব্দুল আওয়াল মাস্টার সাহেবের সভাপতিত্বে অনুস্টিত সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা চেয়ারম্যান, চুলারুঘাট। বিশেষ অতিথি আবিদা খাতুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, চুনারুঘাট। আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান, সজল দাস, সাংগঠনিক সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ, সাথী মুক্তাদির কৃষান চৌধুরী, সদস্য চুনারুঘাট ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে, মুস্তাফিজুর রহমান রিপন, সাবেক সভাপতি উপজেলা ছাত্রলীগ, চুনারুঘাট।
“গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে”১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর সিলেট বিভাগের প্রবাসীদের স্বদেশে ন্যায়সঙ্গত অধিকার দাবি আদায় এবং তাদের আর্থ-সামাজিক উন্নয়নে অনন্য ভুমিকা পালণকারী একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন।
যুক্তরাজ্যে বাংলাদেশী কমিউনিটি ভিত্তিক সংগঠনটি সিলেট বিভাগের ৪টি জেলা সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ এর কার্যক্রম পরিচালিত করছে।
প্রায় দুই যুগ ধরে প্রাকৃতিক দূর্যোগ, বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ, রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা, ঘর নির্মাণ, বিশুদ্ধ পানি সরবরাহের জন্য টিউবওয়েল স্থাপন, শীতবস্ত্র, নগদ টাকা বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পালন করে আসছে।
এছাড়া যুক্তরাজ্যে বসবাসকারী বাঙ্গালী কমিউনিটির শিক্ষা, স্বাস্থ্যসেবা, খেলাধূলা ও সাংস্কৃতিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে আসছে।