বাহার উদ্দিন, লাখাই থেকে : হবিগঞ্জের লাখাইয়ে সরকারিভাবে খাদ্য গুদামে বোরো ধানের চাল সংগ্রহ কার্যক্রম উদ্ভোদন করা হয়েছে।
রবিবার ( ৯ মে) দুপুরবেলা উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে চাল সংগ্রহ কার্যক্রম উদ্ভোদন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার সরকার, লাখাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারন সম্পাদক নিরেঞ্জন দাস, ইউপি সদস্য শওকত আকবর, আইয়ুব রেজা, যুবলীগ নেতা মনির মোল্লা সহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, লাখাই উপজেলায় খাদ্য গুদামে ৪০ টাকা দরে সিদ্ধ চাল ও ৩৯ টাকা দরে আতব চাল সংগ্রহে উপজেলার সাদিয়া অটো রাইস মিলের নিকট থেকে প্রতি কেজি ৪০ টাকা দরে ১,২৮৯ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।