সৈয়দ হাবিবুর রহমান ডিউক : আজ পবিত্র শবে কদর। ধর্মীয় বিশেষজ্ঞদের মতে শবেকদরের রাতে পবিত্র কোরআন শরীফ নাযিল হয়েছে।
সারাদেশে একযোগে পালিত হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম রাত শবে কদর। শায়েস্তাগঞ্জে ও স্বাস্থ্যবিধি মেনে পালন করা হচ্ছে শবেকদর। এবার করোনা ভাইরাসের কারণে শায়েস্তাগঞ্জের অনেক মসজিদে সুরা তারাবী পড়া হয়েছে। তবে, অনেক মসজিদে সীমিত মুসল্লী নিয়ে খতমে তারাবী ও অনুষ্ঠিত হয়েছে। যেসব মসজিদে খতমে তারাবী পড়া হয়েছে আজ কদরের রাত্রে শেষ হয়েছে কোরআন খতম।
শায়েস্তাগঞ্জ ড্রাইভার বাজার জামে মসজিদে খতমে তারাবী পড়া হয়েছে, সেখানে এশার জামায়াত অনুষ্ঠিত হয়েছে রাত সোয়া আটটায়।উপজেলার সুরাবই জামে মসজিদে কদর উপলক্ষে এশার জামায়াত রাত ৯ টায় অনুষ্ঠিত হয়েছে। সুরাবই জামে মসজিদে ও সীমিত পরিসরে খতমে তারাবী পড়া হয়েছে। তারাবীর নামাজ শেষে ধর্মীয় মুসল্লীরা শবেকদরের ১২ রাকাত নফল নামাজ আদায় করেছেন। আজ সারারাত ই মুসল্লীগণ কোরআন তেলাওয়াত, জিকির, তজবী,মিলাদ ও নফল নামাজ সহ অন্যান্য বন্দেগীর মাধ্যমে রাত কাটাবেন।
শায়েস্তাগঞ্জের সবগুলো মসজিদেই করোনা ভাইরাস থেকে দেশবাসীর মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়েছে। প্রতিবছরেই ২৬ রমজান দিবাগত রাতে মুসলিম উম্মাহ এই রাতটি বিশেষভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে পালন করে থাকেন।