চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: ব্যয় স্বাশ্রয়ী কার্যকর সেবা প্রদানে নার্স পরিবর্তনের ক্ষেত্র এক সহায়ক শক্তি “প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নার্স দিবস-২০১৫ উপলক্ষে চুনারুঘাটে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেবাশীষ দেবনাথ এর নেতৃত্বে একটি র্যালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে উপস্থিত ছিলেন, নার্স সুপারভাইজার কামরুন্নাহার, সিনিয়র স্টাফ নার্স, মাসুমা আক্তার মিনু, লিনা ইসলাম ও গীতা রাণী ভৌমিক।
র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেবাশীষ দেবনাথ, আর.এম.ও ডাঃ এ.এইচ.আই. মামুন, ডাঃ রাজিব দত্ত ও নার্স সুপারভাইজার কামরুন্নাহার প্রমুখ।