ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ ভারতের মেঘালয় রাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তিনি সুস্থ ও ভালো আছেন। মঙ্গলবার সালাহ উদ্দিনের পরিবারের ঘনিষ্ঠ সূত্রে একথা জানা গেছে।
ওই সূত্র জানায়, সকাল সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদের মোবাইল নম্বরে একটি কল আসে। ওই সময় সালাহ উদ্দিন তার স্ত্রীকে জানান, তার শরীর ভালো আছে। তিনি একটি হাসপাতালে আছেন।
এদিকে ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন, সালাহ উদ্দিন মেঘালয়ের একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন।
সালাহ উদ্দিনের সঙ্গে ফোনে কথা বলার পর হাসিনা আহমেদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান। দুপুর ১টা ২০ মিনিটের দিকে খালেদার বাসায় যান এবং এক ঘণ্টার বেশি সময় খালেদার সঙ্গে বৈঠক করেন তিনি। খালেদার বাসা থেকে বের হয়ে তিনি সালাহ উদ্দিনের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। হাসিনা বলেন, তার স্বামী সুস্থ ও ভালো আছেন। একটু পরে সংবাদ সম্মেলন করে স্বামীর সন্ধান পাওয়ার বিষয়ে সবিস্তারে জানাবেন।
তিনি আরও বলেন, ‘আমি ১০ মিনিটের জন্য বাসায় যাচ্ছি। ফিরে এসে সংবাদ সম্মেলন করে এ নিয়ে কথা বলব।’