নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবল উপজেলায় ২ গাঁজাসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও ৫ শ” টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) বিকেলে মিরপুর ইউনিয়নের মহাশয়ের বাজার রোডে গোপন সংবাদের ভিত্তিতে ২জন গাঁজাসেবীকে মোট ৮ পুরিয়া গাঁজাসহ আটক করা হয় ।
আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে গাঁজা সেবন, ব্যবহার ও প্রয়োগ করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা করে জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদারএবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ-এর পরিদর্শক সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।