প্রেস বিজ্ঞপ্তি : হবিগঞ্জের বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক ইত্তেফাক পত্রিকার বানিয়াচং প্রতিনিধি সর্দার আজিমুল হক স্বপনকে সভাপতি ও দৈনিক আমাদের অর্থনীতির পত্রিকার বানিয়াচং প্রতিনিধি শিব্বির আহমেদ আরজুকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ ছাড়া কমিটিতে ৩ জনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন-সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটন (ভোরের কাগজ), সহসভাপতি-দেওয়ান শোয়েব রাজা (দৈনিক দেশজমিন), যু্গ্ম সাধারণ সম্পাদক-শামীম আহমেদ চৌধুরী (দৈনিক আমার হবিগঞ্জ), কোষাধ্যক্ষ- আব্দাল মিয়া (দৈনিক প্রতিদিনের বাণী), প্রচার সম্পাদক-ইমদাদুল হক মাসুম (দৈনিক আমার হবিগঞ্জ),দফতর সম্পাদক-তানজিল হাসান সাগর (ডেইলি বাংলাদেশ), আইন বিষয়ক সম্পাদক-দিলোয়ার হোসেন (দৈনিক বাংলাদেশের আলো)।
সিনিয়র সদস্যগণ হলেন-রায়হান উদ্দিন সুমন (দৈনিক সমকাল), শেখ শফিকুল ইসলাম শফিক (দৈনিক বিবিয়ানা), জয়নাল আবেদীন (একুশের বাণী), খোর্শেদ আলম (দৈনিক দেশজগত),আব্দুল মালেক (বিজয়ের প্রতিধ্বনি), ইমতিয়াজ আহমেদ লিলু ( দৈনিক হবিগঞ্জের মুখ), শেখ মো: আলমগীর (দৈনিক হবিগঞ্জের জননী), এম এ কাদির বাবুল (ডেইলি টাইমস ডেস্ক) ও শাহরিয়ার বিলাস (হবিগঞ্জের খবর)।
বানিয়াচং মডেল প্রেসক্লাবের উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন গোলাম কিবরিয়া লিলু, মোত্তাক্কিন বিশ্বাস ও শাহনেওয়াজ ফুল মিয়াা।