নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের কামরাখাই গ্রামে জিতু মিয়া (৩০) নামের ২ সন্তানের জনকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, জিতু মিয়া মঙ্গলবাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল।পরিবারের লোকজন অনেক খোঁজা খোঁজির পর কোন সন্ধ্যান পায়নি। হঠাৎ পরিবারের লোকজন গতকাল বুধবার (০৫ মে) সন্ধ্যায় কামরাখাই গ্রামে তার বাড়ির পাশের পুকুর পাড়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার পরিবারের লোকজন থানায় খবর দিলে এস. আই. বিজয় দেবনাথসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ২ সন্তানের জনক জিতু মিয়া কামরাখাই গ্রামের রোয়াইতুল্লার পুত্র।
পরিবারের লোকজনের দাবী জিতু মিয়া দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন এস. আই. বিজয় দেবনাথ।