আকিকুর রহমান রুমন,বানিয়াচং : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় পৃথক পৃথক সময়ে বজ্রপাতের ঘটনায় পৃথক স্হানেই ২টি মৃত্যুর খবর পাওয়া যায়।
জানাযায়,পৃথক স্হানে বজ্রপাতে নিহতের মধ্যে একজন বৃদ্ধা নারী ও একজন কিশোরী রয়েছেন।
৪ মে মঙ্গলবার দুপুর আড়াইটা ও বিকাল সাড়ে চারটায় ভিন্ন ভিন্ন স্থানে বজ্রপাতের ঘটনায় তারা নিহত হয়েছেন।
নিহত হওয়া কিশোরীটি হলো করমতি রবি দাস(১৬)।
অপর বৃদ্ধা মহিলা হলেন লক্ষী রানী দাশ(৫৫)।
এলাকাবাসী ও উপজেলা প্রকল্প অফিস সূত্রে জানা যায়,বানিয়াচং উপজেলার ১০ নং সুবিদপুর ইউনিয়নের বলাকীপুর গ্রামের অর্জুন রবি দাসের কিশোরী কন্যা করমতি রবি দাস দুপুর আড়াইটায় বাড়ির পাশে কাজ করা অবস্থায় বজ্রাঘাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
অন্যদিকে এই মৃত্যুর ঘন্টা,দু’এক পরেই বজ্রপাতে অপরজনেরও মৃত্যু হয়।
তিনি হলেন ১ নং উত্তর পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দত্তপাড়া গ্রামের লক্ষী রানী(৫৫)।সে ঐ পাড়ার মৃত রতিশ সরকারের স্রী।
সূত্র জানায়,ঐ বৃদ্ধা মহিলাটিও হাওরে ধান কুড়িয়ে আনতে গিয়ে বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প কর্মকর্তা মলয় কুমার দাশ জানান, বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হবে।
অন্যদিকে এসব মৃত্যুর ঘটনাকে ঘিরে বেশ কয়েক বছর ধরেই চলছে নানান গুঞ্জন ও কানাঘুষা।
আবারও অনেকেই প্রশ্ন তুলছেন ১০/১২বছর পূর্বে কেন বজ্রপাতে এখন যেভাবে গত কয়েকটি বছর ধরে এই মৃত্যুর ঘটনা গুলো ঘটছে।
এর কারন শুধু একটা বিষয়কে নিয়েই করা হচ্ছে। উপজেলা সদরসহ বিভিন্ন হাট-বাজারে শুনা যায়,এমন মৃত্যুর খবর প্রচার হলেই,এসব মৃত্যু ঘটনায় বানিয়াচংয়ের পাথর চুরির একটি সিন্ডিকেটকে দায়ী করে যাচ্ছেন তারা দিনের পর দিন।
এই সিন্ডিকেটের লোকজন নাকি,উপজেলা সদরসহ বিভিন্ন হাওর এলাকা থেকে বৃটিশদের রক্ষিত করা মাঠির নিচ থেকে উঠিয়ে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করে আসছে এই চক্রটি।
অনেকে আবার কোটিপতি হয়েও এখন সমাজের ভাল মানুষরুপী রাগব বোয়ালদের সাথে চলাফেরা করে যাচ্ছে
অনাসায়ে।
কিন্তু তাদের অবৈধ কর্মকান্ড এখনো থেমে নেই বলেও শুনা যাচ্ছে।অনেকেই এই বিষয়টিকে নিয়ে ভাবিয়ে তুলছে।
অনেকে আবার এমন প্রশ্নও তুলেছেন এবিষয়টি সত্যি সত্যি যদি আমলে নেওয়া নেন,তাহলে এসব ঘটনার সত্যতা খুজে পাবেন এবং এসব অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে পারবেন।